Notice Board

বিদ্যালয় খোলা প্রসঙ্গে।

নোটিশ বিজ্ঞপ্তি এতদ্বারা অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সদস্য, শিক্ষক কর্মচারীসহ সকল ছাএ/ছাএীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯ই এপি্্্রল ২০২৫ ইং রোজ বুধবার থেকে বিদ্যালয় যথারীতি চালু থাকবে । সকল ছাএ ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে বলা হলো, বিশেষ দ্রষ্টব্য - সকল ছাএ ছাত্রীদের ছাতা এবং পানির পট সাথে নিয়ে আসার জন্য বলা হলো ।

Apr 20, 2024