৬ষ্ঠ শ্রেনীর উপবৃত্তি ২০২৪
সকল ছাত্র/ছাত্রীগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০২৪ সালের উপবৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০/০৪/২৪ইং তারিখের মধ্যে নিম্ন উল্লেখিত কাগজ পত্র অত্র প্রতিষ্ঠানের অফিসে জমা দানের জন্য বিশেষ ভাবে বলা হইল।যথা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দানে ব্যর্থ হইলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ১:সদ্য তোলা ১ কপি ছবি পার্সপোট সাইজ। ২: পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২কপি) ৩: ছাত্র-ছাত্রীর অন লাইনকৃত জন্মনিবন্ধনের ফটোকপি ১টি ৪:সংগ্রহকৃত ৪পাতার ফরম।
Apr 10, 2024